Update
#
#

Principal Massage

মো আব্দুল বাকী (বি এ, বি এড )

প্রধান শিক্ষকের বার্তা (Message from Principal) আমি খুশি যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্কুলের দায়িত্ব নিয়েছি । আমরা এই স্কুলের পরিবেশ এবং শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একটি উচ্চ মানের শিক্ষা প্রদান করতে চাই। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সমৃদ্ধি, উন্নত মানসিকতা, এবং সমাজে একজন উত্তম নাগরিক হিসেবে প্রস্তুত করতে সহায়ক হতে চাই। ধন্যবাদ, আব্দুল বাকি, বি এ, বি এড স্কুলের প্রধান শিক্ষক

#
#

Directors message 2

তারেক রহমান

প্রিয় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং আমার স্নেহের শিক্ষার্থীরা, কচি কাঁচা বিদ্যানিকেতনের পথচলায় আপনাদের সকলের আস্থা ও সহযোগিতা আমাদের এগিয়ে চলার মূল শক্তি। আপনারা জানেন, আমাদের বিদ্যালয়টি শুধুমাত্র একটি ইটের গাঁথুনি নয়; এটি একটি স্বপ্নের বীজতলা, যেখানে আমরা শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট: কেবল ভালো ফল নয়, আমরা চাই এমন শিক্ষার্থী যারা হবে আত্মবিশ্বাসী, মানবিক এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। পুরোনো লক্ষ্যটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে, আমরা এখন শিক্ষাকে ডিজিটাল যুগে নতুন মাত্রা দিতে বদ্ধপরিকর। কচি কাঁচা বিদ্যানিকেতনকে একটি আধুনিক ও ডিজিটাল শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের বর্তমান প্রত্যয়। আমাদের প্রচেষ্টা হলো শ্রেণিকক্ষের গতানুগতিক শিক্ষাকে প্রযুক্তিনির্ভর উপায়ে আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তোলা। আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা হলো সম্ভাবনার দুয়ার, যা বাস্তব জীবনের সাফল্যের ভিত্তি তৈরি করে। আমরা আশা করি, আপনারাও আমাদের এই ডিজিটাল যাত্রায় পাশে থাকবেন। আসুন, একসাথে আমরা নিশ্চিত করি—কচি কাঁচা বিদ্যানিকেতনে প্রতিটি শিশু যেন পায় নিরাপদ ও উন্নত শিক্ষাজীবনের নিশ্চয়তা। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। শুভেচ্ছান্তে, মো. তারেক রহমান (মিলন) পরিচালক, কচি কাঁচা বিদ্যানিকেতন

#
#

প্রতিষ্ঠাতা

মো. মজিবুর রহমান

০০৯ সালে কচি কাঁচা বিদ্যানিকেতনের যাত্রা শুরু হয়েছিল একটি সরল অথচ দৃঢ় সংকল্প নিয়ে। আমার স্বপ্ন ছিল—গাজীপুরের এই অঞ্চলে এমন একটি শিক্ষালয় প্রতিষ্ঠা করা, যেখানে শিক্ষার ভিত্তি হবে মজবুত এবং মূল্যবোধ হবে সুদৃঢ়। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের গুণগত শিক্ষার উপর। শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা এবং দেশের প্রতি গভীর ভালোবাসা দিয়ে শিশুদের মনন তৈরি করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আজকের এই বিদ্যানিকেতন, যা আপনারা দেখছেন, তা সম্ভব হয়েছে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ। যখন প্রথম ছোট পরিসরে যাত্রা শুরু করি, তখন থেকেই আমাদের মূলমন্ত্র ছিল—প্রত্যেকটি শিশুর প্রতিভা ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকশিত করা। আমি অত্যন্ত গর্বিত যে, আমার উত্তরসূরিরা সেই মূল আদর্শ ধরে রেখে প্রতিষ্ঠানটিকে আধুনিক ও ডিজিটাল শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন, আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানটিকে আগামী প্রজন্মের জন্য একটি আলোর মিনার হিসেবে টিকিয়ে রাখি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার সাহস যোগায়। শুভেচ্ছান্তে, মো. মজিবুর রহমান প্রতিষ্ঠাতা, কচি কাঁচা বিদ্যানিকেতন